পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগায়ের পীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে র্যালী,সাংকৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মীনা দিবস পালিত হয়েছে ।
শনিবার (২৪ সেপ্টম্বর)সকালে মীনা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে পীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আক্তারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির,পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদি বাবুল ও সাধারন সম্পাদক নসরতে খোদা রানা,সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান । এ সময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। শেষে সাংকৃতিক প্রতিযোগীতা. কবিতা আবৃতি. গল্পবলা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।