বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বোচাগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন(বিকাস) আয়োজিত ২০২৩ শিক্ষাবর্ষে কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তি প্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২মার্চ শনিবার বেলা ১১টায় সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ আবু সোয়ায়েব এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ জুলফিকার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম, সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর কবির সোহাগ, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান (হিরু) সাংগঠনিক সম্পাদক মোঃ নুর আলম বিপ্লব প্রমুখ। অনুষ্ঠানে কিন্ডারগার্টেন স্কুলের ১ শত ৫০ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা স্মরক, বৃত্তি, সনদপত্র ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কিডস কেয়ার স্কুলে প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন।