মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ২৭, ২০২২ ১১:৪৭ অপরাহ্ণ

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালির নেতৃত্ব দেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। এর পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান। জেলা প্রশাসনের সহকারী কমিশনার অনিন্দিতা রানী ভৌমিকের সঞ্চলনায় মুক্ত আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, দিনাজপুর সরকারি কলেজের শিক্ষক এ বি এম রহমতুল্লাহ, টুরিস্ট পুলিশ ভ‚ষন চন্দ্র বর্মন, দিনাজপুর পর্যটন কর্পোরেশনের ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, সবুজ সংরক্ষণ সংগঠনের সভাপতি মকিদ হায়দার শিপন, দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ সিংহ, জাগ্রত সমাজ সংস্থার আফসানা ইমু, উদ্যোক্তা সম্পা দাস মৌ, জিলা স্কুলের শিক্ষক মোঃ সবুজ, সাহিত্য কর্মী শ্রী দীপা রানী প্রমুখ। বিশ্ব পর্যটন দিবসের এবারের প্রতিপাদ্য ছিল “পর্যটনে নতুন ভাবনা”।
খানসামা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ “পর্যটনে নতুন ভাবনা” শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস-২০২২ উপলক্ষ্যে দিনাজপুরের খানসামায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, পিআইও এনামুল হাসান, নির্বাচন কর্মকর্তা জিকরুল হক, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. এ মান্নান, উপ সহকারী প্রকৌশলী সুশীতল গোবিন্দ দেব প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত