বৃহস্পতিবার সেণ্ট যোসেফস্ স্কুলে “সংস্কৃতির শুদ্ধ আলোয় মুক্ত করো প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ আবু হেনা মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রহমত। উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার খ্রিস্টিনা লিপি দেশাই এর সভাপতিত্বে আমন্ত্রিত অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেণ্ট যোসেফস্ কনভেন্ট এর সুপেরিয়র সিস্টার হেলেন গমেজ এসসি, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মেহেরুল্লাহ বাদল ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রণয় রোজারিও। প্রতিযোগিতার আহŸায়ক সরকারি শিক্ষক পবণ রায়। উল্লেখ্য যে, গত ২৮ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৮ টায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় একক অভিনয়, হাতের লেখা, চিত্রংকন, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য প্রতিযোগিতায় বিভিন্ন গ্রæপে অনুযায়ী ১২৫ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে।