“বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি- সবার জন্য টেকসই নগর গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশে^র ন্যায় দিনাজপুর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ^ বসতি দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। ৩ অক্টোবর সোমবার সকাল ৯টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কুতুব-আল-হোসাইন। সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বারিউল করিম খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আসলাম উদ্দিন, দিনাজপুর গণপূর্ত সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মইনুল হক মোতাইদ। গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ নাফিস চৌধুরী’র সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনির হোসেন, রিহাব ডেভেলপমেন্ট এর প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, হিসাব সহকারী মোঃ নুরে আলম শান্ত প্রমুখ। এসময় সংবাদকর্মী, দিনাজপুর গণপূর্ত সার্কেল, গণপূর্ত বিভাগ ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
উল্লেখ্য, বিশ^জুড়ে সব মানুষের নিরাপদ ও মানসম্মত বাসস্থান নিশ্চিতের জন্য সচেতনতা বাড়াতে ১৯৮৬ সালে থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে।