সোমবার , ৩ অক্টোবর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ৩, ২০২২ ১০:০৩ অপরাহ্ণ

সোমবার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে”গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ” এই প্রতিপাদকে সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার আয়োজনে এবং দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
এ সকল কর্মসূচির মধ্যে সকাল ১১টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ এর সকল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী। সকাল সাড়ে ১১ টায় একাডেমির মঞ্চে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু-কিশুদের অনুষ্ঠিত বিভিন্ন সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি দেবাশীষ চৌধুরী)। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মমিনুল করিম, দিনাজপুর জেলা মহিলা বিষয় অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিস এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ।
এ সকল অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করে ওয়ার্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া প্রোগ্রাম। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার রেজভিন সারমিনাজ।

সর্বশেষ - ঠাকুরগাঁও