সোমবার , ৩ অক্টোবর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ের আউলিয়া ঘাট নৌ ট্রাজেডি খেয়াঘাট ইজারাদারকে দায়ী করে তদন্ত প্রতিবেদন জমা নিখোঁজ তিনজনের সন্ধানে উদ্ধার অভিযান সীমিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ৩, ২০২২ ১০:২৩ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামন হাট ইউনিয়নের আউলিয়ার ঘাটে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় জেলা প্রশাসনের গঠন করা তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। গত রোববার রাতে তদন্ত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার রায় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের নিকট ওই প্রতিবেদন জমা দেন।
গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, রোববার রাতে তদন্ত প্রতিবেদন পেয়েছি। আজ (সোমবার) ওই রিপোর্ট মন্ত্রী পরিষদ বিভাগে পাঠানো হয়েছে। একই সাথে পুলিশ ও ফায়ার সার্ভিসও তদন্ত করেছে। তিনটি রিপোর্ট জমা হওয়ার পর মন্ত্রী পরিষদ বিভাগ যে নির্দেশনা দেবে সে অনুযায়ী পরবর্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ নৌ দূঘটনার জন্য খেয়াঘাটের ইজারাদারকে দায়ী করা হয়েছে। সেই সাথে মাঝির অদক্ষতা এবং যাত্রীদের অসচেতনতা দায়ী করেছেন তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে পাঁচ দফা সুপাারিশ রয়েছে বলে তিনি জানান।
এদিকে নৌকাডুবির ঘটনায় গত মঙ্গলবার হিমালয়ের মরদেহ উদ্ধারের পর থেকে নিখোঁজ থাকেন ৩ জন। তাদের উদ্ধারে পাঁচদিন টানা উদ্ধার অভিযান চালানো হলেও কোন মরদেহ উদ্ধার হয়নি। এ কারণে গতকাল সোমবার থেকে উদ্ধার অভিযান সীমিত করা হয়েছে। একটানা আটদিন ধরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ৭০ জন সদস্য উদ্ধার অভিযান পরিচালনা করে আসলেও সোমবার থেকে শুধুমাত্র বোদা ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান চালাচ্ছেন।
বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান আলী জানান, সোমবার থেকে আমাদের ৭জন সদস্য নদীর বালুচরগুলোতে মরদেহ খোঁজার কাজ শুরু করেছেন। নদীর পানি কমে যাওয়ায় এখন স্পীডবোড ও নৌকার প্রয়োজন হচ্ছে না। নদীতে হেঁটে হেঁটে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশের কারিগর শিক্ষার্থীরা —-হুইপ ইকবালুর রহিম

​দেশে করোনায় ২৪ ঘণ্টায় আরো ১৯৮ জনের মৃত্যু

পঞ্চগড়ের পুলিশ সুপারের প্রেস ব্রিফিং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করা সেই মোজাম্মেল রিমান্ডে

ঠাকুরগাঁওয়ে শুমারি কমিটির সভা

ফের দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা  খনি থেকে উত্তোলন শুরু

ফের দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উত্তোলন শুরু

হরিপুরে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে দীর্ঘ ৩৩বছর পর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের ৯২ব্যাচের পুর্নমিলনী ও সম্মাননা প্রদান

দিনাজপুরে মহিলা পরিষদের ইয়াসমিন ট্রাজেডি দিবসের মানববন্ধনে বক্তারা মহিলা পরিষদের একটাই দাবী ধর্ষকের ফাঁসি চাই

বীরগঞ্জে আমের বাম্পার ফলন হলেও লিচু ফলন নিয়ে আশঙ্কা রয়েছে

ঠাকুরগাঁওয়ে ফসলে ইঁদুরের আক্রমণ: দিশেহারা কৃষক

ঠাকুরগাঁওয়ে ফসলে ইঁদুরের আক্রমণ: দিশেহারা কৃষক