রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জুম্মার নামাজের পর আমজুয়ান আফতাবীয়া খানকাহ শরীফের উদ্দ্যোগে শুক্রবার ৭ অক্টোবর ত্রি-ভূবনের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল্লিল আলামীন প্রাণাধিক প্রিয়তম হাযরাত মুহাম্মদ সাঃ জন্ম উৎসব উপলক্ষে আনন্দ মিছিল বের হয়। মহাপবিত্র ঈদ-ই মীলাদুন্নাবী আগমন উপলক্ষে মিছিলটি আমজুয়ান আফতাবীয়া খানকাহ শরীফ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদে গিয়ে শেষ হয়। আগামি রবিবার ঈদ-ই মীলাদুন্নাবী ব্যাপক জাকজমক ভাবে আমজুয়ানে পালন করা হবে।