শনিবার নিমতলা রোটারী ক্লাব অব দিনাজপুরের হল রুমে আগামী ১ ডিসেম্বর বৃহস্পতিবার রংপুর টাউন হল, রংপুরে অনুষ্ঠিত বিভাগীয় লেখক পরিষদ রংপুরের যুগোপূর্তিতে রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন- ২০২২ উপলক্ষে দিনাজপুর বিভাগীয় লেখক পরিষদের অংশগ্রহণ ও সাহিত্য প্রকাশনা প্রকাশ বিষয় নিয়ে এবং নবনির্বাচিত দিনাজপুর কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।
বিভাগীয় লেখক পরিষদ দিনাজপুরের সভাপতি লায়লা চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব রাখেন নাট্য অভিনেতা ও সংগঠনের সাধারণ সম্পাদক কবি ওয়াসিম আহমেদ শান্ত। প্রথম পর্বে পরিচিতি সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয়। ২য় পর্বে রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন-২০২২ এ অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম শাহ, মমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল মন্ডল, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা হীরা, অর্থ বিষয়ক সম্পাদক রজিনা খাতুন, প্রচার সম্পাদক দেব নাথ দাস, সহঃ প্রচার সম্পাদক আনন্দ সাজু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইয়াসমিন আরা রানু, গ্রন্থাগার সম্পাদক বিলকিস জান্নাত, নির্বাহী সদস্য কাশী কুমার দাস ঝন্টু, এম আর বকুল মজুমদার। এছাড়া আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও উপদেষ্টা কবি আমিনুল ইসলাম আমিন, সৈয়দ কেরামত হোসেন এ্যাডভোকেট, কবি কালিপদ রায়, আজহারুল আজাদ জুয়েল, মোঃ জোবায়ের আলী জুয়েল ও মোঃ কয়ছার আলী।