শনিবার , ৮ অক্টোবর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ডিসির নম্বর ক্লোন করে জেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ৮, ২০২২ ১১:২৯ অপরাহ্ণ
পঞ্চগড়ে ডিসির নম্বর ক্লোন করে জেলা  পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে জেলা প্রশাসকের মোবাইল ফোন নম্বর ক্লোন করে চলমান জেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে। ফোনে নির্বাচনের প্রার্থী এবং ভোটারদের ফোন করে বিশেষ বরাদ্দ দেয়ার নামে অর্থ দাবি করা হয়। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। পুলিশ ও ঘটনার শিকার একাধিক ব্যাক্তি জানান, গতকাল শনিবার সকাল ১১টা এক মিনিটে ০১৭১৩৮৮০৮৭৬ মোবাইল ফোন নম্বর দিয়ে ফোন করে অজ্ঞাত ব্যক্তি প্রথমে জেলা পরিষদ নির্বাচনের আটোয়ারী উপজেলার সদস্য প্রার্থী মো. মাজেদুর রহমান বকুলকে ফোন করেন। ফোনে সেই ব্যক্তি নিজেকে পঞ্চগড়ের ডিসি পরিচয় দেন এবং নম্বরটি তার ব্যক্তিগত বলে জানান। পরে মাজেদুর রহমান প্রশ্ন করলে তিনি পঞ্চগড় জেলা প্রশাসকের সরকারি ০১৭১৩২০০৮০৩ নম্বর ক্লোন করে সেই নম্বর দিয়ে ফোন করে তার পূর্বের কথিত ব্যক্তিগত (পারসোনাল) ০১৭১৩৮৮০৮৭৬ নম্বরে কল ব্যাক করতে বলেন। সদস্য প্রার্থী মাজেদুর কল ব্যাক করলে তাকে ফোনে বলেন, আমি বিভিন্ন ইউনিয়ন পরিষদে বিশেষ বরাদ্দ দিয়ে আপনার ভোটের বিষয়ে হেল্প করতে চাই। এর বিনিময়ে তিনি বিকাশ এর মাধ্যমে টাকা দাবি করেন। একইভাবে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনকেও ০১৭১৩৮৮০৮৭৬ নম্বর দিয়ে ফোন করে তার পছন্দের প্রার্থীকে নির্বাচনে সদস্য নির্বাচিত করার প্রস্তাব দেন। এ সময় তিনি (প্রতারক) ০১৮৬৪৪৩৬০৪৭ নাম্বার দিয়ে সেই নম্বরে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলেন। জেলা প্রশাসকের নামে মোবাইলের মাধ্যমে অর্থ চাওয়ার বিষয়টি সন্দেহ হলে তারা তাৎক্ষণিক বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জানান। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের ব্যাক্তিগত সহকারি মো. আলতাফ হোসেন পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়রি করেন।
জেলা পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থী মো. মাজেদুর রহমান বকুল বলেন, সকাল ঠিক ১১ টা এক মিনিটে ০১৭১৩৮৮০৮৭৬ মোবাইল ফোন নম্বর দিয়ে ফোন করে আমাকে পঞ্চগড়ের ডিসি হিসেবে পরিচয় দেন। ডিসি স্যারের সরকারি নম্বর আমার সেইভ আছে জানালে তিনি ডিসি স্যারের সেই সরকারি নাম্বার দিয়েই ফোন করেন এবং পূর্বের ০১৭১৩৮৮০৮৭৬ নাম্বারে কল ব্যাক করতে বলেন। আমি কল ব্যাক করলে তিনি আমাকে ইউনিয়ন পরিষদে বরাদ্দ দেওয়ার কথা বলেন এবং আমাকে সেই ইউনিয়ন পরিষদের ভোটারদের কাছ থেকে ভোট নিতে সহায়তার কথা বলেন। একই সাথে আমার কাছে বিকাশের মাধ্যমে টাকা চাওয়া হয়।
তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন বলেন, সকালে অজ্ঞাত একজন আমাকে ০১৭১৩৮৮০৮৭৬ নাম্বার দিয়ে ফোন করে আমার এক প্রার্থীকে নির্বাচনে সদস্য নির্বাচিত করার প্রস্তাব দেন। এর বিনিময়ে তিনি (প্রতারক) ০১৮৬৪৪৩৬০৪৭ নাম্বার দিয়ে বিকাশের মাধ্যমে টাকাও পাঠাতে বলেন। আমি শুরু থেকেই তার প্রতারণার বিষয়টি বুঝতে পারি। বিষয়টি তাৎক্ষণিক জেলা প্রশাসক মহোদয়সহ সংশ্লিষ্টদের জানাই।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিঞা বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নম্বর ক্লোন করে চলমান জেলা পরিষদ নির্বাচনের প্রভাব বিস্তারসহ অর্থ চাওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা প্রতারকের নম্বরসহ বিভিন্ন দিক গুরুত্বের সাথে তদন্ত শুরু করছি। আশা করি দ্রæত প্রতারক চক্রকে আইনের আওতায় আনা হবে।
জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাদ জাহান বলেন, কোন একটি অসাধু চক্র জেলা প্রশাসক মহোদয়ের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, পৌর কাউন্সিলরসহ বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ এবং ভোট চাওয়ার মত অবৈধ প্রস্তাব দিচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্টদের মাঝে সতর্কতামুলক প্রচারণাসহ থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। সাথে সাথে সবাইকে প্রতারক চক্রের বিষয়ে সচেতন করতে ফেসবুকে পোষ্টসহ আর্থিক ভাবে লেনদেন না করতে সবাইকে সচেতন করা হয়েছে। এর পরেও কেউ আর্থিক ভাবে কোন লেনদেন করলে প্রশাসন দায়ী থাকবে না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে মাদার তেরেসা স্বর্ণপদক প্রাপ্ত পৌর আ’লীগ সভাপতিকে গণসংবর্ধনা

ফুলবাড়ীতে টিউবওয়েল স্থাপন ও ফ্রী মেডিকেল ক্যাম্প

পীরগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে দরদ্রি-অসহায়দের মাঝে সেমাই চিনি বিতরণ

কোদালের আঘাতে স্কুল শিক্ষক হাসপাতালে

রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়রম্যানের মৃত্যু

জেলা ব্যাটারি চালিত ইজিবাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটির নির্বাচনে সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক তালেব নির্বাচিত

নবরূপীর নাট্যোৎসবে সমাপনী ও পুরষ্কার বিতরন নাট্য সমিতির মঞ্চে ‘ক্ষত-বিক্ষত’ নাটক মঞ্চস্থ

বীরগঞ্জে বালুবাহী নছিমনের চাপায় এক শিশুর মৃত্যু, এলাকাবাসীর মানববন্ধন

পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ডিপিএফ’র আলোচনা সভা

ঘোড়াঘাটে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি  পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

ঘোড়াঘাটে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন