ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুনে অবস্থিত তৃতীয় লিংগের জনগোষ্ঠীর জন্য নির্মিত উত্তরণ আশ্রায়ন (গুচ্ছগ্রাম) পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো: আব্দুল ওয়াহাব ভূঞা। গত রোববার বিকেলে তিনি আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন।
জানা যায়, সদর উপজেলার নারগুন ইউনিয়নের উত্তরণ গুচ্ছ গ্রামের তৃতীয় লিংগের জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও সম্বাবনার বিষয়টি জানতে পরিদর্শনে যান রংপুর বিভাগীয় কমিশনার। সেখানে তিনি সদস্যদের নেওয়া উন্নয়ন প্রকল্প গুলো ঘুরে দেখেন এবং তাদের আবাসনের আসা যাওয়ার রাস্তা নির্মানে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান ও উত্তরণ গুচ্ছগ্রামের তৃতীয় লিংগের সদস্যরা উপস্থিত ছিলেন।