আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বজ্রপাতে
উজির উদ্দীন (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার সময় উপজেলার ভরনিয়া সালফারাম গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত কৃষক উজির উদ্দীন উপজেলার ভরনিয়া গ্রামের মো. বাদশাহ মিয়ার ছেলে। তিনি কৃষি ছাড়াও পেশায় একজন নশিমন গাড়ির চালক ছিলেন।
ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাসেম প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দুপুরে বাড়ির পাশের জমিতে গরুর ঘাস কাটার সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) আব্দুল লতিফ সেখ বলেন, বজ্রপাতে কারো মারা যাওয়ার খরব আমরা পাইনি।