বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতে উপজেলার ২নং-ইশানিয়া ও ১নং-নাফানগর ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক (৭) এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দুটিতে কোইকা-জিএনবি সিএইচডবি¬উ প্রকল্প, গুড নেইবারস বাংলাদেশ এর পক্ষ থেকে দশ ধরনের জরুরী ঔষধ প্রদান করা হয়েছে। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা (ভারপ্রাপ্ত) ডাঃ শাহ শামীমা আলম, প্রকল্প ব্যবস্থাপক কর্নেলিউস দালবৎ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গর্ভবতী মায়েদের সু-স্বাস্থ্য রক্ষায় প্রকল্পটি গত কয়েক বছর ধরে স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলোতে জরুরী ঔষধ প্রদান করে আসছে।