রবিবার , ১৬ অক্টোবর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে পৌর বিল্ডিং কোড অমান্য করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ১৬, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ

বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের আদর্শপাড়ায় পৌর বিল্ডিং কোড অমান্য করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার দাবীতে ভবন মালিকের বিরুদ্ধে বীরগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে ও পৌরসভা কতৃপক্ষকে অভিযোগের মাধ্যমে অবগত করা হয়েছে। পৌরশহরের ২ নং ওয়ার্ড আদর্শ পাড়ার স্থানীয় বাসিন্দা ও নির্মাণাধীন ৬ তলা ভবন সংলগ্ন বাড়ির মালিক ইয়াকুদা আল জান্নাত, ফারহানা ইয়াসমিন ও সোনিয়া খাতুন এর দেয়া তথ্য অনুযায়ী ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী জনৈক মোঃ সামিউল ইসলাম ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করে তার ৬তলা ভবনের (বর্তমানে ৩ তলা নির্মাণাধীন) নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন এবং অনুমোদিত নকশার একটি ফর্দ সর্বদা সাইটে রাখার নিয়ম থাকলেও সেটি গোপন করে রেখেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কতৃপক্ষ কতৃক প্রকাশিত গেজেটে ইমারত নির্মাণ বিধিমালা -১৯৯৬ অনুযায়ী নির্মাণাধীন ভবনটির পশ্চাৎ দিক ১.৫০ মিটার, পার্শ্ব দিক সর্বনিম্ন ১.০০ মিটার , সম্মুখ দিক সহ চারিদিকের আবশ্যিক নুন্যতম উন্মুক্ত স্থান না রাখায় ও অনুমোদিত নকশা বহিঃভূতভাবে উন্মুক্ত স্থানে অনধিক ০.৫০ মিটার করার স্থলে ইমারতের ছাদ বা কার্নিশ, জানালার উপর ০.৫০ মিটারের অধিক প্রস্থের সানসেড নির্মাণ করছেন। এছাড়াও ভবন নির্মাণ কাজের যাবতীয় বর্জ্য নির্মাণাধীন ভবন সংলগ্ন পার্শ্ববর্তী জমির উল্লেখিত মালিকগনের ভবনের উপরে পড়ে ক্ষতি সাধন করলে বিষয়টি অবগত করে একাধিকবার বাঁধা প্রদান করা হলেও তোয়াক্কা না করে প্রবাসীর কাজের সমস্ত ক্ষমতায় নিয়োজিত নায়ুম ইসলামের মাধ্যমে জোরপূর্বক এই ইমারত নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে গত ২৩ সেপ্টেম্বর বেলা আনুমানিক সাড়ে ১১ টায় ভুক্তভোগী ভূমি মালিকেরা নিজেদের ভবনের উপর নির্মাণ সামগ্রীর বর্জ্য ফেলতে নায়ুমকে বাঁধা নিষেধ করে। বিষয়টি জানতে পেরে প্রবাসী সামিউল তার মোবাইল কলে উস্কানী দিয়ে মারপিট করার হুকুম দিলে নায়ুম অকথ্য ভাষায় গালিগালাজ করার একপর্যায়ে তার হাতে থাকা লোহার রড দিয়ে অভিযোগকারীদের মারপিট করার উপক্রম হয়।
উল্লেখিত বিষয়টি নিয়ে উভয় পক্ষের ভবন মালিকের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে এবং সমাধান না হওয়া পর্যন্ত ইমারত নির্মাণ কাজ বন্ধ করা না হলে যেকোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে হতাহতের আশংকা ও আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এদিকে অভিযোগের প্রেক্ষিতে ভবনের বাহির অংশের কাজ সাময়িকভাবে বন্ধ করে দেন নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এ বিষয়ে যোগাযোগ করা হলে পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার মোঃ তুষার বলেন, উল্লেখিত ভবন নির্মাণ কাজ পরিদর্শন করে পৌর নির্মান কোডের নিয়ম অমান্যের অভিযোগের কিছু অংশের সত্যতা পাওয়া গেছে এবং চলমান সমস্যা নিরসন ও সমাধানের নিমিত্তে পৌরসভা কতৃপক্ষ উভয় পক্ষের ভবন মালিকদের নোটিশ প্রদান করা হয়েছে মর্মে জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পীরগঞ্জে যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল

পীরগঞ্জে যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল

রাণীশংকৈলে ভ্যান চালিয়ে পড়াশোনায় জিপিএ-৫ পেল রমজান

ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা একজন সুস্থ্য মা’ই পারে সুস্থ্য সন্তান জন্ম দিতে

হরিপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধনীতে বক্তব্যে বলেন -স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, স্মার্ট শিক্ষক হতে হবে – মাজহারুল ইসলাম সুজন এমপি

মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কাম বালা যে দৃষ্টান্ত দেখিয়েছেন, এটি একটি শিক্ষনীয় বিষয়। —-নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এম.পি

আগামী মাসের প্রথম দিকেই আমরা টিকা পেয়ে যাব: স্বাস্থ্যমন্ত্রী

পিঠে ব’ড়শি গেঁ’থে শূ’ন্যে ঘুরছিলেন অরবিন্দ, নিচে হাজারো মানুষের ভি’ড়

রাণীশংকৈলে মুক্তিযোদ্ধাদের মাঝে সার্টিফিকেট বিতরণ