হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন পার্বত্য
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি।
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি মোসলেম উদ্দিন কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান,উপজেলা কৃষি অফিসার রুবেল হুসেন,হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন,উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুল কাইয়ুম প্রমুখ।
মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, বিভিন্ন ফলদ ও বনজ গাছ চারার স্টল বসানো হয়েছে।