ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ করোনাকালীন সময়ে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) মানব কল্যাণ পরিষদ প্রশিক্ষণ কেন্দ্র, গড়েয়া রোড ঠাকুরগাওয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে এমকেপির সমন্বয়কারী সাদেকুল ইসলামের সভাপত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূরকুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মুসফিকুর রহমান, প্রকল্প কর্মকর্তা নাজনীন বেগম ¯িœগ্ধা প্রমুখ।
কর্মশালায় বক্তাগণ বলেন করোনাকালীন সময়ে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বৃদ্ধি পেয়েছে যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দৃষ্টান্ত মুলক প্রদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন বাল্য বিবাহের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিনিধিসহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সঠিক ভাবে দায়িত্ব পালনের আহবান জানান।