পঞ্চগড় প্রতিনিধি\ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের ব্যাখা চেয়ে নোটিশের জবাব দিয়েছেন পঞ্চগড়-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভ‚ঁইয়া মুক্তা। গতকাল বুধবার দুপুরে নির্বাচন অনুসন্ধান কমিটি পঞ্চগড়-০১ এর চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মার্জিয়া খাতুনের আদালতে স্ব-শরীরে উপস্থিত হয়ে তিনি লিখিত জবাব দেন। পরে আদালত তাকে সতর্ক করে ভবিষ্যতে নির্বাচন আচরণ বিধির বিষয়ে সজাগ থাকতে বলেন।
পরে আদালত চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পঞ্চগড়-০১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাইমুজ্জামান ভূঁইয়া বলেন, আজকে (বুধবার) নির্বাচন আচরণ বিধি সংক্রান্ত যেই আদালত নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাকে ডেকেছিল। আমি হাফিজাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির বাড়িতে এক ঘরোয়া অনুষ্ঠানে আমার উপস্থিতিতে আমার এক রাজনৈতিক সহকর্মীর যেই বক্তব্য তারা (নির্বাচন কমিশন) আমলে নিয়েছেন। আমি সেই নেতাকে তিরস্কার এবং সর্তক করেছিলাম। ভবিষ্যতে বা এখনো আমি সংযত বক্তব্য রাখি। তাই আমি আমার নেতাকর্মীদের বলবো তারাও যেন সংযত বক্তব্য রাখেন। আমি আজকে যে জবাবদিহিতার মধ্যে পড়লাম এটাই একটা শিক্ষা। আমরা কেউই জবাবদিহিতার বাইরে নই।
নির্বাচন অনুসন্ধান কমিটি পঞ্চগড়-০১ এর চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের সরকারী পক্ষের কৌশলী (পিপি) সুলতানে আলম বলেন, আদালত নাইমুজ্জামান ভূঁইয়ার কাছে সেই বক্তব্যের জবাব জানতে চেয়ে বলেন, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হয় এমন বক্তব্য তো দেয়া যাবে না। এ ব্যাপার আপনার জবাব কি?। এসময় নাইমুজ্জামান ভূঁইয়া সেই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আমি আমার সেই কর্মীকে সতর্ক করেছি। ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক থাকবো আমরা।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর রাতে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছ পুকুরী বাজারে নির্বাচনী প্রচারণার আয়োজন করেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নাঈমুজ্জামান ভ‚ঁইয়া মুক্তা। ওই নির্বাচনী প্রচারণায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব নির্বাচনী বক্তব্য প্রদানকালে নৌকা মার্কা ও নৌকার প্রার্থীর বিপরীতে কেউ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন ও নির্বাচনী সংযোগ করলে সেই সব সমর্থককে হাড়হাড্ডি ভেঙ্গে দেয়ার জন্য সমর্থকদের নির্দেশনা দেন এবং বিপরীত প্রার্থীর সমর্থকদেরকে হুমকি প্রদান করেন। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর বুধবার দুপুরে আদালতে স্ব-শরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব দেয়ার নির্দেশনা দেন পঞ্চগড়-০১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোছাঃ মার্জিয়া খাতুন।