মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দর্যালী ও আলোচনাসভা অনুষ্টিত হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় দলীয় কার্যালয় হতে আনন্দর্যালী বের করে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত আলোচনাসভায় এসে মিলিত হয়। আটোয়ারী আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বর্ষিয়ান জননেতা মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা মোঃ এমদাদুল হক আনন্দর্যালী সহ আলোচনাসভায় নেতৃত্ব দেন। অনুষ্ঠিত স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসুচীতে উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগওলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ স্বতস্ফুর্ত অংশগ্রহন করেন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সুদীর্ঘ নিবাসন শেষে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে অর্থাৎ আজকের দিনে বাংলার মাটিতে ফিরে আসেন। #