হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের হিলি ইমিগ্রেন চেকপোস্টে ভারতে পাচারের সময় বাংলাদেশী ৫ জন পাসপোর্ট যাত্রীর শরীরর তল্লাসী করে ২৪ টি সোনার বার উদ্ধার করেছে হিলি শুল্ক গোয়েন্দা।
বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হিলি জিরোপয়েন্ট থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিয়মিত তারা সোনা পাচার করতো বলে স্বীকার করেছে। উদ্ধার সোনার বারের ওজন দুই কেজি ৪০০ গ্রাম।
আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ সদরের শামসুল আলমের ছেলে মিনারুল ইসলাম (৫১), একই জেলার ঘিওর থানার নালীর গ্রামের মোতালেবের ছেলে জসিম উদ্দিন (২৯), মিনহাজ উদ্দিনের ছেলে ফরহাদ (৪৬), ঢাকার ভান্ডারিয়ার মৃত আজগর আলীর ছেলে মতিয়ার রহমান (৫৬) ও হরিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের লিমাই দাসের ছেলে মনোরঞ্জন (৪৮)।
হিলি শুল্ক গোয়েন্দা সংস্থার রাজস্ব কর্মকর্তা শোয়েব রহমান বিষযটি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কয়েকজন পাসপোর্ট যাত্রী সোনার বার নিয়ে ভারতে প্রবেশ করবে। সেই মোতাবেক আমরা হিলি জিরোপয়েন্টে অবস্থান করি। প্রথমে আমার দুই জনকে আটক করি এবং পরে তাদের জিজ্ঞাসা করে আরো তিন জনকে মোট ৫ জনকে আটক করতে সক্ষম হয়েছি। তাদের কাছ থেকে ২ কেজি ৪০০ গ্রাম মোট ২৪টি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা। সকল আইনি প্রকৃয়া শেষে আসামীদের হাকিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর হরা হয়েছে।