বৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের স্বীকৃতি পেল আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২০, ২০২২ ১:৫৮ অপরাহ্ণ

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি
মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের স্বীকৃতি পেল পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশে ৬৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সেবাদান কার্যক্রমে দেশের মডেল স্বাস্থ্য কমপ্লেক্স হিসাবে মনোনীত করে আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দেন। এরমধ্যে পঞ্চগড় জেলার একমাত্র উপজেলা হিসেবে আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্স মডেল হিসাবে মনোনীত হয়। প্রায় দুই লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত নিরলসভাবে চলছে এএনসি ও পিএনসি সেবা, নরমাল ডেলিভারি, প্যাথলজিক্যাল সেবা, আউটডোর ও ইনডোর সেবা। সর্বপরি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মদক্ষতা, কাজের গুণগত মান পর্যবেক্ষণ করে স্বাস্থ্য অধিদপ্তর আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে মডেল স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে স্বীকৃতি প্রদান করেন। ঘোষণার পর থেকেই আনন্দে ভাসছেন কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।
মডেল স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে ঘোষণা করায় আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল মেডিকেল সার্জন, আবাসিক মেডিকেল অফিসার, সকল মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, হেলথ টেকনোলজিস্ট, উপ-কমিউনিটি মেডিকেল অফিসার,
ফার্মাসিস্ট, স্যানিটারী ইন্সপেক্টর, এমটি ইপিআই, স্বাস্থ্য পরিদর্শক(ইনচার্জ), পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি সহ সকল কর্মকর্তা ও কর্মচারীকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর।
তিনি বলেন, এই অর্জনের সুবিধা ভবিষ্যতে উপজেলাবাসী ভোগ করবেন। স্বাস্থ্য অধিদপ্তরের চমৎকার এ উদ্যোগের জন্য তিনি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জন মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পাশাপাশি তিনি বিশ^াস করেন, সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে যদি কাজ করা যায়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন অনুযায়ী স্বাস্থ্যসেবা জনগণের দ্বারগোড়ায় পৌছে দেওয়া সম্ভব। আর এরই ধারাবাহিকতার এটি হলো প্রথম ধাপ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাকিমপুরে ফসলি জমি থেকে নারীর মৃতদেহ উদ্ধার

পীরগঞ্জ পৌরসভার পৌনে ৭ কোটি টাকা বাজেট ঘোষনা

১৫তম বর্ষে পদার্পনে অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান দেলওয়ার হোসেন বাংলাদেশ প্রতিদিন আগামীতেও দেশের এবং দেশের মানুষের কথা বলবে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কাঁচা রাস্তা পাকা জন্য খুঁড়ে রাখে এর কোনো তথ্য নেই, এলজিডি প্রকৌশল অফিসে ?

পীরগঞ্জে নারীদের মাঝে ছাগল বিতরণ

ক্ষতিগ্রস্ত কৃষকদের সবজি এবং ধানের চারা বিনামূল্যে বিতরণ করবে হাবিপ্রবি

দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ১০ ডিসেম্বর

দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ১০ ডিসেম্বর

কাহারোল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বোদায় বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ দিবস উদযাপন

পবিত্র ্ঈদ উল আযহা উপলক্ষে দিনাজপুরে নি¤œ আয়ের মানুষের মাঝে টিসিবি“র পণ্য বিতরণ কার্য্যক্রম শুরু