পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে স্বল্প মেয়াদী বিনা ধান ১৭ কর্তন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের খারুয়া গ্রামে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামাল হোসেন সরকার। কামাত কাজলদিঘী ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আইবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা হরি নারায়ণ রায়। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের কৃষি কর্মকর্তা রবিউল আলম, উর্দ্ধতন সামাজিক কর্মকর্তা সুবর্না সাহাসহ কামাত কাজলদিঘী ইউনিয়ন ফেডারেশনের সাধারন সদস্যবৃন্দ ও এলাকার ধানচাষীরা।
মাঠ দিবসে প্রধান অতিথি আমন মৌসুমে বর্তমানে পরিবর্তিত জলবায়ুর সাথে সহনশীল স্বল্প মেয়াদী বিনা ধান ১৭ এর উপযোগীতার বিষয়ে আলোকপাত করে বলেন, বিনাধান ১৭ উচ্চ ফলনশীল, খরা সহিষ্ণু স্বল্প মেয়াদী আমন ধানের জাত। তাই দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে পঞ্চগড় জেলায় এ ধানের সম্ভাবনা আরও বেশী এবং স্বল্প মেয়াদী হওয়ায় এ ধান কাটার পরে কৃষকেরা সহজেই আগাম সরিষা, আলুসহ অন্যান্য রবিশষ্য চাষাবাদ করে অধিক লাভবান হতে পারবেন। এছাড়াও তিনি মাঝারী উচু জমিতে বিনাধান ১৭ চাষাবাদের উপর জোর দিয়ে বলেন, এ ধান আগাম পাকে। রোগ বালাই ও পোকার আক্রমন কম হয় এবং কৃষকেরা একটু যতœশীল হলে এর ফলনও ভালো হয়। তাই তিনি বর্তমানে বাংলাদেশের পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাওয়ানোর লক্ষ্যে বিনাধান ১৭ জাতের ধান চাষ বৃদ্ধির জন্য উপস্থিত সবাইকে আহবান জানান। পরবর্তীতে প্রদর্শনী প্লটের কৃষক জাহিদুল ইসলামের ২০ বঃ মিঃ জমির ধান কর্তন করা হয় এবং মাড়াইয়ের পরে ফলন পরীক্ষা করা হয়। বিনাধান ১৭ এর ফলন ১৪% আদ্রতায় প্রতি হেক্টরে ৩.৩২ টন পরিমাপ করা হয়।