বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥-দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৭ জুলাই ২০২২) বিকেলে কাহারোল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথির দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক সুকুমার রায়, ২ নং রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. আনোয়ার হোসেন।