মঙ্গলবার বিকাল ৪ টায় বাংলাদেশের অন্যতম শতবর্ষী নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে শিল্পকলা পদক প্রাপ্তিতে আনন্দ উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করার কথা থাকলেও এবং দিনাজপুরের সকল সাংস্কৃতিক কর্মীবৃন্দ জমায়েত হলেও গত সোমবার ভোলা, নোয়াখালী, চিটাগাং, খুলনাসহ দেশের দক্ষিণাঞ্চলের সিত্রাং জলোচ্ছ¡াস ও ঘূর্ণিঝড়ের বাংলাদেশের প্রায় ১৫ জনের অধিক মানুষের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে আনন্দ শোভাযাত্রা বাতিল করেন নাট্য সমিতির কর্তৃপক্ষ এবং তাদের স্মরণে ও সমবেদনা জানিয়ে শোক সমাবেশ-শোক প্রস্তাব গ্রহন করা হয়।
দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ ও সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু জানান, দেশের প্রলয়ংকরী জলোচ্ছ¡াস ও ঘূর্ণিঝড়ের কবলে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে আমরা আনন্দ শোভাযাত্রা বাতিল করেছি। তবে অন্যান্য কর্মসূচী যেমন নাট্য সমিতির মঞ্চে সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রদীপ প্রজ্জ্বলন, পোনে ৭ টায় স্বপ্ন ভঙ্গের রাঙ্গমঞ্চ নাট্যাংশ ও সাড়ে ৭ টায় শিল্পকলা একাডেমী পদক প্রাপ্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০২০ সালে ২২ সেপ্টম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মঞ্চে মহামান্য রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ শতবর্ষী নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতিকে সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে শিল্পকলা পদক প্রদান করেন।