বৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহরিয়ারের অকাল মৃত্যুতে গ্রামের বাড়ী বিরলে শোকের ছায়া

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২০, ২০২২ ১০:১১ অপরাহ্ণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে মেধাবী ছাত্র গোলাম মুস্তাক শাহরিয়ারের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। গোলাম মুস্তাক শাহরিয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট এর ছাত্র ছিল।
সে বুধবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুত্বর জখম প্রাপ্ত হয়। তাকে সাথে সাথে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষাণা করেন। বিরল উপজেলার ভান্ডারা ইউপির বেতুড়া গ্রামের সাবেক সেনা সদস্য মোস্তফা কামালের ছেলে।
তার পরিবারের লোক জনের নিকট থেকে জানা গেছে, গোলাম মুস্তাক শাহরিয়ারের মা শাহানাজ বেগম তার ঘটনার দিন সন্ধ্যা ৭ টার দিকে ছেলের সাথে মোবাইল ফোনে কথা বলে। এসময় গোলাম মুস্তাক শাহরিয়ার মাকে জানায়, মা আমি সারা দিন খুবই ব্যস্ত ছিলাম তাই খেতে পারিনি। এখন আগে খেয়ে আসি না হলে আমাদের মেস বন্ধ হয়ে যাবে। আমি পরে তোমাকে ফোন দিচ্ছি। এটাই ছিল মা এবং ছেলের শেষ কথা। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কিভাবে ছাদ থেকে পড়ে গেছে তার সঠিক কারণ এরিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
এদিকে এই অকাল মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রী গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেছেন। একই সাথে শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন, বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় এবং বিরল প্রেসক্লাবের সভাপতি এম, এ কুদ্দুস সরকার।
এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উদযাপন

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উদযাপন

বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা বাড়িয়ে দিতে হবে —–বিচারপতি এম. ইনায়েতুর রহিম

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়নের ঘোড়াদৌর প্রতিযোগিতা– ২০২৩

বীরগঞ্জে তরুণীকে গণধর্ষণ মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

দিনাজপুরে যুবলীগের বৃক্ষ বিতরণ

রাণীশংকৈলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

রাণীশংকৈলে প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ বিষয়ে কর্মশালা

পীরগঞ্জ সরকারি কলেজে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন

বীরগঞ্জে হরিবাসর কমিটির নেতৃবৃন্দের সাথে মেয়র মোশারফ হোসেন বাবুল এর মতবিনিময় সভা

পঞ্চগড়ে চক্ষু শিবির উদ্বোধন করলেন দেশবরেণ্য নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ