রবিবার , ১৬ জুলাই ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিভাগীয় পদযাত্রা সফল করার লক্ষ্যে বীরগঞ্জে বিএনপির প্রস্তুতিমূলক আলোচনা সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৬, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দেশ বাঁচাতে মেহনতী মানুষের রংপুর বিভাগীয় পদযাত্রা সফল করার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে বিএনপির প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পৌর শহরের শালবন কমিউনিটি সেন্টারে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মোঃ হাফিজুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনা, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক মোঃ শামীম আলী, খানসামা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আমিনুল ইসলাম বিএসসি, যুগ্ন আহবায়ক মোঃ মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বীরগঞ্জ উপজেলা ও পৌরসভা, খানসামা উপজেলা এবং কাহারোল উপজেলার বিএনপিও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত