আপেল মাহমুদ, রুহিয়া(ঠাকুরগাঁও)সংবাদদাতাঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে পরমানন্দে বড়দিন উৎসবের সূচনা করা হয় । সকালে রুহিয়ায় ফাতিমার রাণী মারিয়ার গীর্জায় বিভিন্ন কর্মসূচী পালন করেন উক্ত ধর্মাবলম্বীরা। গীর্জায় বিশেষ প্রার্থনা, ধর্মীয় গান, কীর্তন, অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে পরমানন্দে দিনটি উদযাপন করেন খ্রীষ্টান ধর্মানুসারীরা। চার্চের ফাদার অ্যান্থনি সেন বলেন, “আজ থেকে ২ হাজার বছর পূর্বে পাপাচারে লিপ্ত মানব জাতির মুক্তির জন্য যিশু এ ধরাধমে এসেছিলেন। তাই আজ আমরা সকল মানব-জাতির সুখ-সমৃদ্ধি ও মঙ্গল কামনায় যিশুকে স্মরণ করার মাধ্যমে বড়দিন পালন করছি।