পীরগঞ্জ প্রতিনিধিঃ ২২অক্টোবর ২০২২খ্রিঃ শনিবার সকাল ১১ʼ০০টায় বাংলাদেশ ছাত্র মৈত্রী ঠাকুরগাঁও জেলা শাখার সম্মেলন পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংঠনের জেলা সাধারণ সম্পাদক মনজুর আলমের সভাপতিত্বে সম্মেলনের ১ম অধিবেশন শুরু হয় । অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী । অধিবেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মৈত্রী কেন্দ্র কমিটির সহ সাধারণ সম্পাদক ছাত্রনেতা আব্দুর রউফ । বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব মোঃ ফয়জুল ইসলাম, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সাবেক অধ্যক্ষ জনাব মোঃ তাজুল ইসলাম, জেলা পার্টির সদস্য জনাব আবু জাহেদ জুয়েল, জেলা পার্টির সদস্য জনাব মোঃ তৈমুর হোসেন, জেলা যুব মৈত্রীর সহ সাধারণ সম্পাদক প্রভাষক আলমগীর হোসেন, ছাত্র মৈত্রী কেন্দ্র কমিটির সদস্য বংশীনাথ রায় প্রম‚খ । অধিবেশন সঞ্চালনা করেন জেলা ছাত্র মৈত্রীর সদস্য মোঃ লিটন। ১ম অধিবেশন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পীরগঞ্জ পৌর শহর প্রদক্ষীণ শেষে মধ্যাহ্নভোজের বিরতির পর মিলনায়তনে সম্মেলনের ২য় অধিবেশন জেলা সভাপতি বিষুরাম মুর্মুর সভাপতিত্বে শুরু হয় । এই অধিবেশনে বিষুরাম মুর্মুকে ঠাকুরগাঁও জেলা ছাত্র মৈত্রীর সভাপতি, শাহ বরকতুলাহ সম্রাটকে সাধারণ সম্পাদক ও আরিফুর রহমান আরিফকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয় । অতঃপর কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আব্দুর রউফ জেলা কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।
প‚র্ণাঙ্গ কমিটি নিম্নে তুলে ধরা হলো–সভাপতিঃ বিষুরাম মুর্মু ,সহ সভাপতিঃ মনজুর আলম, অভয় সরকার ও সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদকঃ শাহ বরকতুলাহ সম্রাট, সহ সাধারণ সম্পাদকঃ লিটন, সাংগঠনিক সম্পাদকঃ আরিফুর রহমান আরিফ,প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ শাহিনুর রহমান রাজা, অর্থ সম্পাদকঃ সীমা খেস ,দপ্তর সম্পাদকঃ শান্ত তিগ্যা,সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদকঃ সাইমন, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদকঃ মিনি হেমরম,তথ্য ও প্রযুক্তি সম্পাদকঃ আব্রাহাম, সমাজকল্যাণ সম্পাদকঃ রুবেল হোসেন, স্কুল বিষয়ক সম্পাদকঃ মমতা পাহান, সদসঃ অর্জুন রায়, বেলাল হোসেন, রিপন রায়, সজনী পাহান,শিপন রায়, প্রনয় রায়, ভিনসেন্ট, মহাদেব, দীপক রায়,মুশফিকুর, পরিমল চন্দ্র, লেমন ইসলাম, আব্দুল হাকিম, প্রান্ত রায়,বেলি সরেন এবং পরিতোষ।