শুক্রবার , ১১ আগস্ট ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে পানিতে পড়ে ৩ শিশুর মৃত্যু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১১, ২০২৩ ১১:৪৫ পূর্বাহ্ণ

পীরগঞ্জ ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পানিতে ডুবে রিয়া মুনি(৮), তিতি কলি (৫) ও তামিম ইকবাল(২) নামে ৩ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার সেনগাঁও ইউনিয়নের সিন্দুর্না গ্রামে দুই শিশু এবং দানাজপুর গ্রামে এক শিশুর পানিতে পরে মৃত্যুর ঘটনা ঘটে। রিয়া মুনি ও তিথি সম্পর্কে ফুপু-ভাসতি।
সেনগাও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান জানান উপজেলার দসÍমপুর গ্রামের রিপন রায়ের মেয়ে রিয়া মুনি ও নসিবগঞ্জ বাজারের কবি চরনের মেয়ে তিথি বুধবার বিকাল থেকে নিখোঁজ ছিল। অনেক খোজাখুজি করেও তাদের পাওয়া যায়নি। রাতে বাড়ির পাশে^ সিন্দুর্না গ্রামের মলানী পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে উঠে। দেখতে পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পনিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। অপরদিকে বৃহস্পতিবার দানাজপুর গ্রামের বাবুল ইসলামের শিশুপুত্র তামিমের নলকুপের পানি যাওয়ার নালায় পড়ে মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে পীরগঞ্জ থানার অফিসার ইন্চার্জ আব্দুল লতিফ শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে থানায় পৃথক ইউডি মামলা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও