বিরল প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে নিজ বাড়ীতে বিদ্যুতায়িত হয়ে আফছার আলী নামে একজনের মৃত্যু হয়েছে।
মৃত আফছার আলী (৫০) দিনাজপুরের বিরল উপজেলার বিরল পৌর এলাকার পুরিয়া গ্রামের মন্ডল পাড়ার কসিমউদ্দিনের ছেলে।
গতকাল রোববার দুপুরে বিরল পৌরসভার পুরিয়া গ্রামের মন্ডল পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিরল পৌরসভার পুরিয়া গ্রামের মন্ডল পাড়ার পাশে মাঠে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন তিনি। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরল পৌরসভার কাউন্সিলর আইনুল হক বিদ্যুতায়িত হয়ে আফছার আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।