মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে ২৬ অক্টোবর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অফিস চত্ত¡রে ফলজ, বনজ ও ভেষজ সহ বিভিন্ন প্রজাতির ৩০টি বৃক্ষের চারা রোপন করে কর্মসূচীর শুভ সুচনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফরিদা বেগম। এসময় সহকারী আনসার কমান্ডার আবুল কাসেম, মির্জাপুর ইউনিয়ন ভিডিপি’র দলপতি আজিজুল হক, রাধানগর ইউনিয়ন ভিডিপি’র দলপতি পরেশ চন্দ্র প্রমুখ উপস্থিত থেকে বৃক্ষ রোপন অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফরিদা বেগম বলেন, প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশ রক্ষা সহ নির্মল অক্সিজেন পেতে আমাদের বৃক্ষ রোপন অভিযান অব্যাহত থাকবে।#