পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), জনাব মোঃ মনসুর আলী, (৬৩৮৩০৩৮৫৬৫) দিনাজপুর জেলার বীরগঞ্জ সার্কেল অফিসে কর্মরত ছিলেন। তিনি গত ১২/০৮/২০২১ খ্রিঃ বীরগঞ্জ সার্কেল অফিসে কর্মরত (কর্তব্যরত অবস্থায়) থাকাকালে তার বুকের তীব্র ব্যাথা ও শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ,বীরগঞ্জ সার্কেল, দিনাজপুরের তত্ত্বাবধানে তাকে রংপুরে পরিবারের নিকট পাঠানো হয়। পরিবারের লোকজন তাকে চিকিৎসার নিমিত্তে রংপুর কমিউনিটি হাসপাতালে ভর্তি করান। রংপুর কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ১৩/০৮/২০২১ খ্রিঃ অনুমান ১৪.১৫ ঘটিকায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
তার এই মৃত্যুতে দিনাজপুর জেলা পুলিশ গভীরভাবে শোকাহত।
পুলিশ সুপার মহোদয়ের শোক
কর্তব্যরত অবস্থায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), জনাব মোঃ মনসুর আলীর মৃত্যুতে পুলিশ সুপার, দিনাজপুর জনাব মোহাম্মাদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) মহোদয় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
পুলিশ সুপার এক শোকবার্তায় মৃতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।