পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-কাল্ব এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মো. মোস্তফা কামাল। কাল্ব সভাপতি আবু সাঈদ সোহেলের সভাপতিত্বে সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাল্ব লিমিটেডের ভাইস চেয়ারম্যান ফাহমিদা সুলতানা সীমা, ‘ক’ অঞ্চলের ডিরেক্টর জিল্লুর রহমান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মামুন কবীর ও কাল্ব লিমিটেড পঞ্চগড়-ঠাকুরগাঁও এর জেলা ব্যবস্থাপক খন্দকার ফারুক আহমেদ। পঞ্চগড় সদর কাল্ব এর ডিরেক্টর আজিরুল ইসলামের সঞ্চালনায় সাধারণ সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন পঞ্চগড় সদর কাল্ব এর সাধারণ সম্পাদক মফিজুল হক, পঞ্চগড় সদর কাল্ব এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির প্রমূখ। সভায় ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন পেশ করেন কাল্ব এর ট্রেজারার আতাউর রহমান। সাধারণ সভা শেষে আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।