শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কাহারোলে জামাত নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৬জন গ্রেপ্তার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১১, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ
কাহারোলে জামাত নেতাকে কুপিয়ে জখমের  ঘটনায়  ইউপি চেয়ারম্যানসহ ৬জন গ্রেপ্তার

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোলে জামায়াতে ইসলামী নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৬জনকে পুলিশ গ্রেপ্তার করেছেন। ঘটনাটি ঘটেছে, দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের (১২ মাইল কান্তনগর মোড়) এলাকায় গত (১০এপ্রিল’২৫) বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে জামায়াতে ইসলামী সাবেক ইউনিয়ন আমীর মোঃ শফিকুল ইসলাম বাড়ী ফেরার পথে সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের লোকজন ও এলাকাবাসী মহাসড়কটি অবরোধ করে রাখার সময় মোঃ শফিকুল ইসলামকে কুপিয়ে জখম করেন। আহত মোঃ শফিকুল ইসলামের বাড়ী উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১১ মাইল গড়মল্লিকপুর গ্রামে। তিনি গড়মল্লিকপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। সে অত্র উপজেলার শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুন্দপুর ইউনিয়ন শাখার সাবেক আমীর মোঃ শফিকুল ইসলাম (৪০) কে উপজেলার সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মানিকের লোকজন ঘটনাস্থলে এলোপাথারী ভাবে কুপিয়ে জখম করেন। তাকে এলাকাবাসী গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থা আশংঙ্খাজনক বলে জানা যায়। এ ঘটনায় উক্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ব্যাপারে আহত মোঃ শফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ শিল্পী আরা বেগম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এবং এ ঘটনায় আরো ৬০জন অজ্ঞাতনামাকে আসামী করে কাহারোল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ০৯, তারিখঃ ১১ এপ্রিল’২৫। বিষয়টি নিশ্চিত করেছেন, কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন। ওসি আরো জানান, থানা পুলিশ উক্ত মামলায় চেয়ারম্যানসহ ৬জন আসামীকে গ্রেফতার করেছেন। গ্রেফতাকৃত হলো, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মানিক, একই ইউনিয়নের হোসেনপুর গ্রামের আপন দুই সহদর মোঃ জামান ইসলাম ও মোঃ হেলাল উদ্দীন, ১২ মাইল এলাকার সুবাশ চন্দ্র রায়, মিশু ইসলাম ও মেহেদুল ইসলাম। গ্রেপ্তারকৃত আসামীদেরকে গতকাল শুক্রবার জেলহাজতে প্রেরন করা হয়েছে।এদিকে এই হামলার প্রতিবাদ জানিয়ে এবং হামলাকারীদের দ্রæত গ্রেফতারের দাবি জানান, দিনাজপুর জেলা জামায়তের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারী ডক্টর মুহাদ্দিস এনামুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, দিনাজপুর-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী মাওঃ মোঃ মতিউর রহমান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ মোঃ তরিকুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে পাথরাজ বাঁধ পানি ব্যবস্থাপনা দলের ডিজিটাল ভোট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চিরিরবন্দরে ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার

বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনের বেশি প্রাধান্য দিবে …ঠাকুরগাঁওয়ে ভার্চুয়ালি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বোচাগঞ্জে এলইডি লাইট ও অদক্ষ চালকের হাতে অটো রিক্সায় ঘটছে সড়ক দূর্ঘটনা

হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাত্তারের জানাজা ও দাফন

দিনাজপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

অভাবে পড়ালেখা থেমে গেলেও থামেনি স্বপ্ন \ বিমান তৈরি করে উড্ডয়ন আলমগীরের

কাহারোলে জামাত নেতাকে কুপিয়ে জখমের  ঘটনায়  ইউপি চেয়ারম্যানসহ ৬জন গ্রেপ্তার

কাহারোলে জামাত নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৬জন গ্রেপ্তার

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় বলেই বাংলাদেশ অসাম্প্রদায়িক ঐক্যের বন্ধনে অটুট -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুর উপজেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত