সন্ত্রাসী, ভুমিদস্যু ও মাদকব্যবসায়ী আব্দুল বাতেন বাহিনীর হাত থেকে জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করলেন দিনাজপুর ফুলবাড়ি থানাধীন পাউকপাড়া গ্রামের অর্ধশতাধিক নারী-পুরুষ।
২৯ অক্টোবর সকালে দিনাজপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ফুলবাড়ি উপজেলার শিবনগর ইউপি‘র ৩ ওয়ার্ডের পাইকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র মো: রুবেল সরকার। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন,একই গ্রামের দাঙ্গাবাজ, ভুমিদ:স্যু, ইয়াবা-মাদক ও অবৈধ বালু এবং রোহিঙ্গা ব্যাবসায়ী তেলি পরিবারের সদস্য আব্দুল বাতেনের অকথ্য নিষ্ঠুর অত্যাচার ও নির্যাতনের ফলে জানমালের নিরাপত্তার জন্য পাইকপাড়াসহ আশপাশের গ্রামের নিরীহ জনমানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। তেলি পরিবারের সদস্য আব্দুল বাতেন নদী থেকে সন্ত্রাসী ক্ষমতার দাপটে অবৈধভাবে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা আত্বসাত করছে।
আমাদের জীবন ও সম্পদ রক্ষায় এবং সুষ্ঠু সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রশাসনের কাছে সাহায্য চাই। সংবাদ সম্মেলনে আইয়ুব আলী, ওয়াজেদ আলী, রাজ্জাক আলী, মো: মমিনুল, মো: মোস্তাফিজারসহ প্ইাকপাড়া গ্রামের নারী পুরুষ উপস্থিত ছিলেন।