খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ ২০২১-২২ অর্থবছরে খরিপ/ ২০২২-২৩ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ বৃদ্ধি ও রোপা আমন ধানের উফসী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ কর্মস‚চী শুভ উদ্বোধন হয়েছে। রবিবার (২৬ জুন) সকালে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ৪৬০ জন কৃষকের মাঝে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। এই কর্মসূচীর আওতায় খানসামা উপজেলার ১৬০ জন কৃষককে পেঁয়াজ বীজ ১ কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ২০ কেজি ও পরিচর্যা বাবদ ২৮০০ টাকা করে এবং ৩০০ জন কৃষককে উফসী আমন বীজ ০৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০কেজি করে প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির , অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, কৃষি বিভাগের কর্মকর্তাগণ ও তালিকাভুক্ত কৃষকগণ।