পঞ্চগড় প্রতিনিধি \ নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড় সদর উপজেলার ঐতিহ্যবাহী মীরগড় আদর্শ পাঠাগারের সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে। গত শনিবার রাতে মীরগড় ময়নউদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনি অনুষ্ঠানে মীরগড়ের মেয়ে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের বা হাতি মিডিয়াম ফাস্ট বোলার ফারিহা ইসলাম তৃষ্ণা, পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. উম্মে সালমা সুলতানা ও কৃষিবিদ আশরাফ সিদ্দিকী বাদলকে কৃতী সম্মাননা ও প্রবীণ শিক্ষক আলহাজ্ব আলতাফ হোসেনকে গুণীজন সম্মাননা দেয়া হয়। একই সময়ে পাঠাগারের ১৮ জন প্রতিষ্ঠাতা সদস্য, ১২ জন পৃষ্ঠপোষক, ৯ জন শিক্ষার্থী ও ৬ জন সেরা পাঠক ও বিভিন্ন খেলায় অংশ নেয়া বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীদের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট। সাবেক প্রধান শিক্ষক সোলায়মান আলীর সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় জেলা আওয়ামীলীগ নেতা আবু সারোয়ার বকুল, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, ধাক্কামারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল ও পাঠাগারের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহাম্মদ।