বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া বাজার ও
চন্দনবাড়ি বাজারে এক তদারকি মুলক বাজার অভিযান পরিচালিত হয়। অভিযান
পরিচালনা করেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
অভিযানে সাকোয়া বাজারে ২ জন ও চন্দনবাড়ি বাজারে ১ জন মুদি দোকানদারকে
সর্বমোট চার হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা স্যানিটারী
ইন্সপেক্টর মোঃ ছলিমুন বারী ও থানা পুলিশের এক দল সদস্য উপস্থিত ছিলেন। অভিযান
চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। জনস্বার্থে উপস্থিত
ব্যবসায়ীদের সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চিনি সয়াবিন তেল ও পণ্য বিক্রয়,
মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়ভাউচার প্রদর্শন, মেয়াদউত্তীর্ন পন্য বিক্রি না করা ও
দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত জন্য অনুরোধ করা হয়।