দিনাজপুরে শুরু হয়েছে কাঞ্চনকলোনী প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট ।শহরের কাঞ্চনকলোনী মাঠে এ খেলা চলবে সপ্তাহের শুক্রবার করে।
স্থানীয় যুবসমাজের আয়োজনে এ টুর্নামেন্ট শুক্রবার বিকেলে উদ্ধোধন হয়। এতে অংশ নিয়েছে মোট ৮টি দল । স্থানীয় সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় উদ্ধোধনী প্রীতি ম্যাচ।
এতে মা এন্টারপ্রাইজ টিমের বেঁধে দেয়া ১২৪ রানের টার্গেট নির্ধারিত অভারে প্রতিপক্ষ আয়ান সুজ টিম ১ রানের ব্যাবধানে অতিক্রম করতে ব্যর্থ হয় ।এসময় বিজয়ী মাএন্টারপ্রাইজ টিমকে ১লক্ষ টাকার প্রাইজমানি ও পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
টুর্নামেন্ট এর প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ শেখ শাহ আলম সিআইপি। খেলার উদ্ধোধন করেন প্রধান অতিথি এ্যাডভোকেট এস.কে ইউনুস।