শনিবার , ৫ নভেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ৫, ২০২২ ১১:৩৬ অপরাহ্ণ

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। উক্ত কর্মসূচীর মধ্যে ছিলো বর্ণাঢ্য র‌্যালী, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন, জেলা সমবায় কার্যালয় কর্তৃক নিবন্ধিত বিভিন্ন সমবায়ী সংগঠন ও সমিতির কর্মকর্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ। ৫ নভেম্বর শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মমিনুল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার শেখ মোঃ হারুন-অর-রশিদ। জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মোঃ মোস্তাফিজুর রহমানের উপস্থাপনায় অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান মোঃ আনসারুল হক, সমবায়ী সম্পা দাস মৌ, টেক্সটাইল বাজার সমবায় সমিতির সভাপতি দবিরুল হক প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠ করা হয়। এছাড়াও অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করা হয়। শেষে দিনাজপুরের বিভিন্ন সমবায় সংগঠন ও সমিতিকে সফলতাস্বরূপ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাড়াও ৭টি সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে র‌্যালি, আলোচনা সভা এবং জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে ও ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলান্ড গমেজ, পালশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হামিদ, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ রাকিবুজ্জামান, কালুপুকুর কৃষি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ হারুন অর রশিদ (কালাম), বাশমুড়ি সমবায় সমিতির সভাপতি আবু তাহের ও রাণীগঞ্জ নারী মুক্তি সংগঠনের সভানেত্রী মোছাঃ কোহিনুর আক্তার প্রমুখ।
আলোচনা সভার পূর্বে উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমের নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
খানসামা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে দিনাজপুরের খানসামায় র‌্যালী, পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে র‌্যালী ও পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা প্রমুখ।
পার্বতীপুর
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি\ “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যে দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাট্য র‌্যালী ও আলোচনার মধ্যদিয়ে ৫১-তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সমবায় অধিদফতরের উদ্দ্যোগে আজ শনিবার সকাল ১১ টায় পৌর অডিটোরিয়াম থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমিরুল মোমেনীন, ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, সমবায় কর্মকর্তা আব্দুর রব প্রামানিক, সহকারী পরিদর্শক আলমগীর মিয়া, সাংবাদিক মুসলিমুর রহমান ও মোরজেদুল ইসলামসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা। আলোচনা সভা শেষে সমবায়ীদের হাতে বিভিন্ন কার্যক্ষেত্রে অবদান রাখায় ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে চারটি হলের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষে আহত-১২জন \ তদন্ত কমিটি গঠন

জেলা আওয়ামীলীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে অরবিন্দ শিশু হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে ফলমুল বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কাঁচা রাস্তা পাকা জন্য খুঁড়ে রাখে এর কোনো তথ্য নেই, এলজিডি প্রকৌশল অফিসে ?

বোদায় শ্রমিক সংগঠনের উদ্যোগে প্রয়াত ড্রাইভারদের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

স্ত্রী ও সন্তানকে পিটিয়ে হত্যা, ছেলে হাসপাতালে, স্বামী গ্রেফতার

বীরগঞ্জে ক্যাভার্ড ভ্যান এবং পাওয়ার টিলার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে  ইভটিজিংকারী যুবকের অর্থদন্ড

আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে ইভটিজিংকারী যুবকের অর্থদন্ড

বীরগঞ্জে“অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ (২য় পর্যায়ে)” প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে আখানগরে রেল-স্টেশন রয়েছে, ট্রেন থামে কিন্তু মাস্টার নেই !