দিনাজপুরের ইংলিশ মিডিয়াম স্কুল টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর রবিবার দিনাজপুরে শহরের ইংলিশ মিডিয়াম স্কুল টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রিন্সিপ্যাল ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ টি হাসদাক বলেন, আর্ন্তজাতিক মানের শিক্ষার গুনগত মান নিয়ে দিনাজপুর শহরে আমরাই প্রথম ইংলিশ মিডিয়ামে টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ গড়ে তুলেছি। এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীরা দেশে এবং বিদেশে সম্মানের সাথে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে তুলে ধরেছে যা দেশ ও জাতীর জন্য গর্বের বিষয়। এ স্কুলে আর্ন্তজাতিক মানের শিক্ষা কার্যক্রম ক্যাম্ব্রিজ কারিকুলামে পাঠদান করা হচ্ছে এবং ব্রিটিশ কাউন্সিলে সার্বিক তত্ত¡াবধায়নে “এ”- লেভেল এবং “ও” লেভেলে সম্পূর্ণ্য করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন টিউলিপ স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপ্যাল পপি দাস হাজদাক, সহকারী শিক্ষক জাকির হোসেন, সঞ্জয় কুমার রায়, নেলেসন এক্কা, আলিফ রব্বানী বাবু রুথ কিস্কু, গেøারিয়া মার্ডি খুশি টি হাজদাক ও মুকিদ হায়দার শিপন।