হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাগণ,সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক।
সোমবার (৭ নভেম্বর) সকাল ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
এসময় উপস্থিত ছিলেন সরকারি মোসলেম উদ্দিন কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প,উপজেলা কৃষি অফিসার রুবেল হুসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল,সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোলায়মান আলী,উপজেলা দুদকের সভাপতি সেলিম রেজা তালুকদার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প: প: কর্মকর্তা ডা: মনিরুল হক খান, হরিপুর থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এস আই আবু ঈশা, আওয়ামী লীগ নেতা মনোয়ারুল ইসলাম রিপন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী,১নং গেদুড়া ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, সোনালী ব্যাংক হরিপুর উপজেলা শাখার ম্যানেজার গৌতম চন্দ্র সরকার,উপজেলা প্রকৌশলী মাসুদুর হক,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক সকলের নিকট সহযোগিতা কামনা করেন। হরিপুর উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে হরিপুর উপজেলায় ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।