বিকাশ ঘোষ,বীরগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের মাষ্টার পাড়া এলাকার মৃত: হাসান আলীর ছেলে ও উপজেলা নির্বাহী অফিসার এর জীপচালক পদে কর্মরত আলহাজ্ব লাল মিয়া ইন্তেকাল করেছেন। ২৯ই ডিসেম্বর ২০ইং রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন। (ইন্নালিলাহি ওয়া ইন্নালিলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুম লাল মিয়ার জানাযার নামাজ মঙ্গলবার দুপুর আড়াইটায় বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মরহুম আলহাজ্ব লাল মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেহী রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের ।