রবিবার , ১৬ অক্টোবর ২০২২ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে হরিপুর কেন্দ্রে সহিংসতার আভাস, ভোটারদের মাঝে শঙ্কা!

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ১৬, ২০২২ ২:১৫ অপরাহ্ণ

মিজানুর রহমান হরিপুর(ঠাকুরগাঁও)
আগামীকাল ১৭ নভেম্বর সোমবার ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড(হরিপুর) কেন্দ্রে প্রার্থীর বিরুদ্ধে বহিরাগত ক্যাডার, লাঠিয়াল বাহিনী, প্রশাসনিক সুবিধা, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয় ভীতি প্রদর্শন সহ বিস্তর অভিযোগ এনে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন ৫নং ওয়ার্ডের অটোরিক্সা মার্কার প্রার্থী আব্দুল হামিদ।
এই নিয়ে সাধারন ভোটাররা বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছেন। ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে রয়েছে তাদের মাঝে শঙ্কা।

অভিযোগ সুত্রে জানা যায়,বহিরাগত ক্যাডার জরোকরে নির্বাচন বানচাল করার পায়তারা করছে একটি মহল। তার অনুসারীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে ত্রাস সৃষ্টি করছে।

আমি নির্বাচনের দিন হরিপুরে বড় ধরনের সহিংসতার আভাস পাচ্ছি। আমি নির্বাচন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য অনুরোধ করছি এবং এই কেন্দ্রে অতিরিক্ত পুলিশ, প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবী করছি।

আব্দুল হামিদ আরও জানান, ভোট যদি সুষ্ঠুভাবে হয় তাহলে ১৭ তারিখে আমাকে ভোটাররা ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ৷

অপর প্রার্থী হবিবর রহমান চৌধুরী জানান, আমার কাউরো প্রতি কোনো অভিযোগ নেই, জেলা প্রশাসক মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন ভোটের মাঠে কোনো সমস্যা হবে না।

উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে বেশ জোরেসরে বইছে নির্বাচনী হাওয়া। ভোটের মাঠে প্রার্থীরা সরব। হরিপুর উপজেলার ৬ ইউনিয়ন ও উপজেলা পরিষদ সদস্যদের নিয়ে গঠিত ৫নং ওয়ার্ড হরিপুর। এখানে মোট ভোটারের সংখ্যা ৮১ টি।

হরিপুর ওয়ার্ডে সদস্য প্রার্থী রয়েছেন ৩জন, আব্দুল হামিদ অটোরিকশা মার্কা,হবিবর রহমান চৌধুরী তালা মার্কা,আনিসুজ্জামান শান্ত টিউবওয়েল মার্কা।

টিউবওয়েল মার্কার প্রার্থী আনিসুজ্জামান শান্ত জানান, আমরা সুশৃঙ্খলভাবে নির্বাচন করতে চাই এবং সুশৃংখলভাবেই প্রচার প্রচারণা চালাচ্ছি একটি কুচক্রী মহল হল আমাদের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে আমরা সেই বিষয়টি এড়িয়ে গিয়ে আমার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছি৷ আশা করছি ১৭ তারিখে আমকে ভোটাররা ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ৷

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান,আব্দুল হামিদের অভিযোগ পেয়েছি নিদিষ্ট কোন প্রমাণ না পাওয়ায় ব‍্যবস্থা গ্রহণ সম্ভব হয়নি। তবে ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জন্মাষ্টমী উৎসব সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে ৭ই মার্চ দিবস পালিত

দিনাজপুরে ২৫০ বৈদেশিক মুদ্রাসহ আটক-১

দিনাজপুরে স্থানীয় সরকার রংপুর বিভাগীয় পরিচালকের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময়

হরিপুরে ইউপি সদস্যেদের শপথ গ্রহণ অনুষ্ঠিত।। বিস্তারিত জানতে টাচ্ করুন

রুহুল সভাপতি- রাজা সম্পাদক পীরগঞ্জে পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

লাভবান ও বাজার ঘাটতি পুরনে দিনাজপুরে অসময়ে গ্রীস্মকালীন পিঁয়াজ চাষে কৃষক

বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে হাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপিত

সোমবার থেকে সীমিত বৃহস্পতিবার থেকে ৭ দিন সর্বাত্মক লকডাউন