বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এর দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি ও উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা এ মেলার উদ্বোধন করেন। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলায় উপজেলার ১০টি ইউনিয়নের ১০টি শিক্ষাপতিষ্ঠান সহ মোট ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ নেয়। উদ্বোধনের পর অতিথিবৃন্দরা প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে দেখেন।