বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক ৩ দিন ব্যপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার থেকে শুরু করে বৃহস্পতিবার (০৭-০৯ মে) পর্যন্ত ৩দিন ব্যপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক এ প্রশিক্ষণ বিরল উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্প (বারটান-অংগ) এর আয়োজনে এবং বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয় পীরগঞ্জ, রংপুরের সহযোগীতায় ৩ দিন ব্যপী এ প্রশিক্ষণে কৃষক-কৃষাণী, এসএএও, শিক্ষক, ইমাম, সাংবাদিক এনজিও কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেন।