বিকাশ ঘোষ,বীরগঞ(দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সকল জাতিসত্তার বিকাশ কল্পে শেখ হাসিনা বদ্ধপরিকর। প্রান্তিক ক্ষুদ্র জাতি সত্বার বিকাশ কে লক্ষ্য রেখেই সরকার সকল উন্নয়ন কার্যক্রম অবাহ্যত রেখেছেন। সাঁওতাল জনগোষ্ঠীর একটি বড় অংশ সাঁওতাল বিদ্রোহ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। সাঁওতাল আদিবাসীদের তেভাগার ইতিহাস জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করে। সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠী কে নিয়ে আওয়ামী লীগ সরকার যেভাবে ভাবে, বিগত কোন সরকার সেভাবে ভাবেনি।
শুক্রবার (১১ নভেম্বর ২০২২) সন্ধায় কাহারোল উপজেলার মুকুন্দপুর সিডিএ ট্রেনিং সেন্টার বাংলাদেশ সাঁওতাল সম্মেলন আয়োজক কমিটির আয়োজনে বাংলাদেশ সাঁওতাল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রামপুর মাঞ্জহি বাবা মানোতান সুপল মুর্মু এর সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন বীরগঞ্জ মাঞ্জহি বাবা মানোতান দিলিপ হাঁসদা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ।
ঠাকুরগাঁও সংবাদ – ঠাকুরগাঁও সংবাদ