মঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পার্বতীপুরে রেললাইনের পাশে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১৫, ২০২২ ১০:০৬ অপরাহ্ণ

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি\ পার্বতীপুর-সৈয়দপুর রেল লাইনের পাশের ধানক্ষেত থেকে দিনাজপুরের পার্বতীপুরে মানিক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত মানিক (২৭) পার্শ্ববর্তী নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা ক্যাম্পের ইদ্রিস আলীর ছেলে।
গতকাল মঙ্গলবার সকালে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা সংলগ্ন পার্বতীপুর-সৈয়দপুর রেললাইনের পাশের ধানক্ষেত থেকে মানিকের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত, রেলওয়ে থানার ওসি নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার পশ্চিমে রেললাইনের পাশের ধান ক্ষেতে যুবকটির লাশ মিলে। ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে কোন সংঘবদ্ধ দল সেখানে ফেলে গেছে।
নিহত মানিক সৈয়দপুর উপজেলার হাতিখানা ক্যাম্পের ইদ্্িরস আলীর ছেলে বলে তার বুক পকেটে থাকা পরিচয়পত্র থেকে পুলিশ নিশ্চিত করে।
পার্বতীপুর মডেল থানার এস আই মেহেদি জানান, মঙ্গলবার সকালে ৯৯৯ নম্বর পিলারের কাছে থেকে নিহতের খবর পায় মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত মানিকের শরীরের বেশ কিছু স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। পুলিশ বলেছে অন্য কথা। রাতে চলাচলকারী কোন এক ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে আসল ঘটনা বেরিয়ে আসবে বলেও জানান তারা। এদিকে স্থানীয়দের ধারনা, পুর্ব শত্রæতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
জানা যায়, মানিক প্রায় তিন মাস আগে বিয়ে করেন। তবে স্ত্রীর সাথে তার বিয়ের পর থেকে ঝামেলা চলে আসছিল। সোমবার দুপুরে মানিক বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে কয়েকজন বন্ধু রেললাইন দিয়ে পার্বতীপুরে স্টেশনের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে রেল লাইনের ওপর একটি জুতা দেখতে পান। পরে পাশের ধানক্ষেতে একটি লাশ দেখতে পায়। পরে ৯৯৯এ কল দিয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত এর সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কোন ট্রেনের সাথে ধাক্কায় দূর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনার পর গড়িয়ে পাশের ধান ক্ষেতে লাশ পড়ে থাকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বেগম খালেদা জিযার রোগমুক্তি কামনায দোয়া মাহফিল

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইন ভারতীয় সহকারী হাই কমিশনারের পার্বতীপুর রিসিপ্ট টার্মিনাল পরিদর্শন

আওয়ামীলীগের অধীনেই নির্বাচন, ষড়যন্ত্র করে লাভ নেই -হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর প্রেসক্লাবে জলমহাল ইজারাদার আরিফুলের সংবাদ সম্মেলন ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ

তিনদিনের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে লেবু ও খিরা

পীরগঞ্জে বাজার কমিটি ও পরিবহন শ্রমিকদের অংশগ্রহনে কোভিড-১৯ বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত

রোটারী ক্লাব অব দিনাজপুর আয়োজিত সেমিনার অন লাইফ স্টাইল মেডিসিন বিষয়ক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার

দিনাজপুরে ঐতিহাসিক তেভাগা দিবসের আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র বিক্ষোভ— পুলিশের বাঁধা !

দিনাজপুরে ১০দশমিক ৯ডিগ্রি সেলসিয়াস সূর্যের দেখা মিলায় জনমনে স্বস্থি \ শীতে বেকায়দায় কৃষি শ্রমিক