রোটারী ক্লাব অব দিনাজপুর এর আয়োজনে ক্লাবের সকল রোটারীয়ান সদস্য, রোটারী এ্যান, রোটারী ল্যাট্সদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার “সেমিনার অন লাইফ স্টাইল মেডিসিন”। রোটারী ক্লাব অব দিনাজপুরের আয়োজনে “সেমিনার অন লাইফ স্টাইল মেডিসিন” স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনারে স্বাস্থ্যের উপর বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি ইউএসএ ক্যালিফোর্নিয়া, কাইজার হসপিটালের ডক্টর চার্লস ডেভিড, এমডি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গেøাবাল ইউনিভারসিটি বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আনিসুজ্জামান। তাকে সহযোগিতা করেন বেথেল ইন্টারন্যাশনাল স্কুলের ফাউন্ডার রেসনিক বিশ্বাস। উক্ত সেমিনারে রোটারী ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট রোটারিয়ান এটিএম নুর নবী সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান হুসনাউল আসমা এ্যাডভোকেট এর সঞ্চালনায় উক্ত সেমিনারে অংশ নেন রোটারিয়ান পিপি ডাঃ শহিদুল ইসলাম খান, প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহন, ক্লাব ভাইস প্রেসিডেন্ট-১ রোটারিয়ান পিপি একেএম আব্দুস সালাম তুহিন (পিএইচএফ), ভাইস প্রেসিডেন্ট-২ রোটারিয়ান নুরশেদ আহমেদ ভ‚ইয়া (জেল সুপার-জেলা কারাগার, দিনাজপুর), ক্লাব ট্রেইনার রোটারিয়ান পিপি রণজিৎ কুমার সিংহ (এমপিএইচএফ), মেম্বারশীপ রোটারিয়ান পিপি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর, টিআরএফ রোটারিয়ান পিপি মোঃ আরিফুর রহমান আরিফ, রোটারিয়ান পিপি দিলরুবা চৌধুরী, রোটারিয়ান শ্যামল কুমার ঘোষ, রোটারিয়ান ডাঃ ওয়াহিদা বেগম প্রমুখ।