আনোয়ার হোসেন আকাশ রাণীশংকৈল থেকে…
আজ বুধবার (৩০ডিসেম্বর) সকাল ১১টায় কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহায়তায় দারিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির মাঝে করোনাকালীন সময়ে খাদ্য সহায়তা হিসেবে ৭৪ জনের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন।
ত্রান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাণীশংকৈল উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না. সাবেক রাণীশংকৈল ডিগ্রি কলেজ অধ্যক্ষ তাজুল ইসলাম. মুখ্য সহায়ক (সিডিএ)নির্বাহী পরিচালক শাহই মবিন জিন্নাহ. রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবীর স্টিভ.
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাণীশংকৈল উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা. মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম. সিডিএ’র ম্যানেজার জাহিদুর রহমান, সদস্য আবেদ আলী. প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মদ প্রমুখ।
আজকের দেওয়া প্রতি ১ জনের ত্রানসামগ্রীতে ছিল চাল ৫০কেজি আলু ৫কেজি মসুর ডাল ৩কেজি সয়াবিন তৈল ২লিটার আয়োডিন লবন ২কেজি হাত ধোয়ার জন্য সাবান লাইফবয় ১টি গুরোদুধ ৫০০গ্রাম প্যাকেট মাস্ক ১বক্স
সামাজিক দুরত্বে রেখে সকলের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।