বৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য। ইট ভাটা কতৃপক্ষ কতৃক জমিমালিকদের রোপনকৃত বিভিন্ন প্রজাতির গাছ চুরি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১৭, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ
বীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য। ইট ভাটা কতৃপক্ষ কতৃক জমিমালিকদের রোপনকৃত বিভিন্ন প্রজাতির গাছ চুরি

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিজ্ঞ আদালতের ১৫ নভেম্বর -২২ এর নিষেধাজ্ঞা নোটিশ (status quo) জারি করে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ থাকা স্বত্তেও নিষেধাজ্ঞা অমান্য করে রোপণকৃত ৮ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে লুট করেছে প্রতিপক্ষ। বুধবার (১৬ নভেম্বর -২০২২) বীরগঞ্জ থানায় বদরুল মুলকের একটি দাখিলী এজাহার সূত্রে ও সরজমিনে গিয়ে জানা যায়, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের সাদুল্যাপাড়ায় কোতয়ালী থানার ফকির পাড়ার আলহাজ্ব মোঃ আঃ সাত্তার শেখের ছেলে আলমাস হোসেন শেখ নানান প্রতিশ্রুতি দিয়ে বদরুল মুলকদের ২.১৮ একর জমি ও শহিদুল ইসলাম, রহিদুল ইসলাম সহ কয়েকজন স্থানীয় বাসিন্দাদের জমি ভাড়ার চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে ভাটা নির্মাণ করেন। অত্র লিখিত চুক্তিপত্র অনুযায়ী ১ লা নভেম্বর’ ২০১১ খ্রিঃ হতে কার্যকরি হয়ে ৩০ শে ডিসেম্বর ২০২১ খ্রিঃ পর্যন্ত ভাটা কতৃপক্ষের মেয়াদ নির্ণয় করা হয়। অতঃপর মেয়াদ উর্ত্তীর্ণ হওয়ার প্রাক্কালে উল্লেখিত জমিতে বিভিন্ন ধরনের ফসলের আবাদ করার লক্ষে এবং এই ভাটা কতৃপক্ষের উদাসীনতা ও অবহেলার কারনে একাধিকবার ভাটার গ্যাস দিয়ে স্থানীয় কৃষকদের উৎপাদনকৃত ফসলাদি,গাছ পালা সহ পরিবেশের ভারসম্যের ব্যাপক ক্ষতিসাধিত হয়। যার উপস্থিত ক্ষতিপূরন দিয়ে ভাটা কতৃপক্ষ রক্ষা পেলেও আগামীতে বড় ধরনের দূর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার বিষয় বিবেচনা করে ৬ই সেপ্টেম্বর,২০২১ তারিখে জমির মালিকগন এ্যাডভোকেটের সাক্ষরিত একখানা লিগ্যাল নোটিশ আর,ডি,এফ ব্রিক্স ভাটার মালিক বরাবর প্রেরণ করেন। পরবর্তীতে উক্ত লিগ্যাল নোটিশের উত্তর প্রদান করে ভাটা কতৃপক্ষ এবং নির্ধারিত সময়ের মধ্যে ভাটা সরিয়ে নেয়ার শর্তে স্থানীয়ভাবে গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমির মালিকপক্ষের নিকট হতে মৌখিক চুক্তির মাধ্যমে তৎপরবর্তী চলতি মৌসুমে মেয়াদ ৩০ জুন ২০২২ ইং পর্যন্ত ভাটার কার্যক্রম পরিচালনার জন্য উভয়পক্ষের সম্মতি গৃহীত হয় এবং সে অনুযায়ী চলতি মৌসুমের লেনদেনও পরিশোধিত হয়। এরপর জমি মালিকগন ১৯ আগষ্ট,২২ ইং তারিখে বর্নিত সম্পত্তিতে ফলজ, বনজ সহ বিভিন্ন প্রজাতির ৮০০ গাছ রোপন করেন। এরই ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর,২২ ইং সকাল আনুমানিক ৭ টায় আলমাস হোসেন, তার সহোদর ভাই মনির হোসেন সবুজ, দিনাজপুর সদর উপজেলার ঈদগাহ আবাসিক এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে রেজাউল করিম, পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার গুয়াগ্রাম ডাক্তারপাড়ার মৃত মোফাজ্জলের ছেলে মাহাবুবুল আলম মান্নান সহ অজ্ঞাতনামা ৭/৮ জন বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে হাতে বাশের লাঠি,লোহার রড,ধারালো ছোরা,দা,হাসুয়া,শাবল ইত্যাদি মারাত্মক অস্ত্রসজ্জিত হয়ে অনধিকার প্রবেশ করে জমিতে রোপণককৃত গাছগুলি কেটে চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক মুল্য প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং একটি টিনের ঘর ভাংচুর করে আরো পয়তাল্লিশ হাজার টাকার ক্ষতিসাধন করে। এসময় বদরুল মুলক বাধানিষেধ করলে দুষ্কৃতকারীরা জাকির হোসেন, একরামুল হক সহ স্থানীয় অনেকের সামনে তাকে মারপিট করে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। সর্বপরি উল্লেখিত জমি হতে ভাটা সড়িয়ে নেয়ার মৌখিক শর্ত মোতাবেক কার্যক্রম পরিচালনা না করে জোরপূর্বক আরো কয়েক বছর একই জমিতে ভাটা পরিচালনার অসৎ উদ্দেশ্যে ভাটার স্বত্বাধিকারী আলমাস হোসেন শেখ জেলা দিনাজপুর উপজেলা সদর সিনিয়র সহকারী জজ আদালতে ঘোষণামূলক ডিক্রীর আবেদন চেয়ে জমির মালিকদের বিবাদী করে অতিকৌশল অবলম্বনে উদ্দেশ্যপ্রনিতভাবে ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট মোকদ্দমা আনয়ন করে জমির প্রকৃত মালিকদের হয়রানির শিকার করছে এবং বিভিন্ন ধরনের হুমকি-ধমকি সহ ভয়ভীতি প্রদর্শন করার পাশাপাশি মিথ্যা সাজানো নাটকমূলে বীরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে নিজেরাই জমিতে রোপণকৃত গাছ কর্তন করে উল্টো জমির মালিকদের বিরুদ্ধে অভিযোগ এনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এব্যাপারে জমিমালিকগন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ উর্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে ভাটা মালিক আলমাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মতামত পাওয়া যায়নি। তবে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয়পক্ষই থানায় লিখিত এজাহার দাখিল করেছেন, তদন্ত সাপেক্ষে আইনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত